ত্রিদেবতার লুচ্চামী
লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ২৭ অক্টোবর, ২০১৪, ০৩:৫৭:২৮ দুপুর
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি অশালীন শব্দের জন্য। তবে এখানে প্রয়োগ করার মত এর চেয়ে উপযুক্ত শব্দ আমি পাই নাই।
ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব হল হিন্দুদের ত্রিদেবতা। ধর্মমতে এই ত্রিদেবতা ভগবানের প্রতিনিধি বা প্রকাশস্থল। বরং এক ঈশ্বরের এই ত্রিমূর্তি বিশ্বজগতের সব কিছুর উপর সার্বভৌম ক্ষমতার অধিকারী।
মূল ঘটনাঃ
মহাভারতে উল্যেখ আছে যে, উত্তরী মুনী'র স্ত্রী খুব সতিসাদ্ধী ছিলেন। ঐ ত্রিদেরতা তার ইজ্জত লুণ্ঠনের কু-চক্রান্ত করলেন। তারা তার দরজায় ভিক্ষা চাইতে গেলেন। বেচারি ভিক্ষা দেওয়ার জন্য বহির্দরজায় এল। তারা বলল, আমরা কি এতই ক্ষুধার্ত যে, এভাবে ভিক্ষা নেব? তবে হ্যাঁ যদি আমাদেরকে ঘরের ভিতরে নিয়ে উলঙ্গ হয়ে খাবার দাও তাহলে আমরা থাকব। উত্তরী মুনী'র স্ত্রী বুদ্ধীমতি রমনী। তিনি বুঝতে পারলেন যে, তার উপর দেবতাগনের লুল্যুপ দৃষ্টি পরেছে। তিনি তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে নিজের ঘরের ভিতরে নিয়ে গেলেন। খাবার পরিবেশন করার পূর্বে তাদের উপর এক ধরনের বিশেষ জল ছিটিয়ে দিলেন। ফলে ঐ ত্রিদেবতা ছোট্ট বালকে রূপান্তরিত হয়ে গেলেন।
এনালাইসিসঃ এই ঘটনা দ্বারা বুঝা গেল- ঐ
ত্রিদেবতা চরিত্রহীন, ধোঁকাবাজ ও যৌনান্ধ ছিল। পাশাপশি তারা এতটাই অক্ষম ছিল যে, একজন নারীর যাদুর প্রভাবে তারা বালক হয়ে গেল। এই ধরনের ব্যাক্তিবর্গ কী করে ভগবান বা ভগবানের প্রতিনিধি হতে পারে???
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন